প্রেস বিজ্ঞপ্তি ॥ এ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এর কেন্দ্রীয় সংসদের ২০১৭-২০১৯ সনের ত্রি-বার্ষিক নির্বাচন আজ শনিবার। সকাল ৯-৫টা পর্যন্ত ভোট গ্রহন হবে। উক্ত নির্বাচনে হবিগঞ্জ জেলার ৭ ট্রাভেলর্সের মালিকগণ তাদের ভোটারধিকার সিলেট কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োগ করবেন। তবে কাকে ভোট প্রদান করবেন তার আবাস না দিলেও নির্বাচন নিয়ে তাদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। তাদের দাবী সৎ যোগ্য নেতৃত্ব দেখেই তাদের মুল্যমান ভোট প্রদান করবেন। নির্বাচনে এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব এর নেতৃত্বে আটাব গণতান্ত্রিক ঐক্য ফ্রন্ট এবং মনসুর আহমেদ কামালের নেতৃত্বে আটাব গণতান্ত্রিক সচেতন পরিষদ অংশ গ্রহন করেছে। উক্ত নির্বাচনে হবিগঞ্জ জেলার ৭ ভোটারের মধ্যে নবীগঞ্জের একমাত্র ভোটার হলেন সামিরা এয়ার ট্রাভেলর্স এর সত্ত্বাধিকারী মোঃ সামছুল হক। অন্যান্য ভোটাররা হলেন হবিগঞ্জ সদর ৫ জন, বানয়িাচং ১ জন ট্রাভেলর্স এর মালিক।