বাহুবল প্রতিনিধি ॥ ওষুধ ভেবে বিষপান করে বাহুবলের এক ইটভাটা মালিকের মৃত্যু হয়েছে। তার নাম রমিজ আলী (৪৫)। তিনি বানিয়ারগাঁওয়ের বাসিন্দা এবং মীরপুর এলাকার শাপলা ব্রিকস ফিল্ডের মালিক। বৃহস্পতিবার রাতে ঢাকার অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে অসাবধানতাবশত ওষুধের পরিবর্তে বিষপান করেন রমিজ আলী। শরিরে বিষক্রিয়া শুরু হলে তাকে প্রথমে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ও পরে সিলেটে মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে তার অবস্থায় অবনতি হলে ঢাকার অ্যাপলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।