প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-ঢাকা রোড পরিবহন শ্রমিক কল্যাণ কমিটির মৃত সদস্যদের পারিবারিক সাহার্য প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে দিয়ারিছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী।
মো. নাসির উদ্দিনের পরিচালনায় বিশেষ অবিথি ছিলেন, জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী। উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিসমিল্লাহ পরিবহণ, অগ্রদুত পরিবহণ, দিগন্ত এক্সপ্রেস ও মর্ডাণ পরিবহণ মালিকবৃন্দ। এ সময় মৃত মো. লুতু মিয়া, ছায়েদ আলী, মমিন মিয়ার পরিবারের হাতে নগদ সাহার্য্যে তুলে দেওয়া হয়।