নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চাদাবাজ মাদক ব্যবসায়ী জামিল হোসেন ও সহযোগীদের হামলায় ২ ব্যবসায়ী আহত হয়েছেন। গুরুতর আহত মলয় রায় (৪৫)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর আহত ব্যবসায়ী রঙ্গ লাল রায়কে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত মলয় রায় জানান, নবীগঞ্জ পৌর এলাকার পূর্ব তিমির গ্রামের মাধক ব্যবসায়ী জামিল হোসেন গত শুক্রবার রাত ৮ টার দিকে শহরের তৃপ্তি হোটেলের সামনে ব্যবসায়ী মলয় রায়ের কাছে ১০ হাজার টাকা চাদা দাবী করে। এ সময় ঐ ব্যবসায়ী চাদা দিতে অপরাগতা প্রকাশ করলে জামিলের ধারালো অস্ত্রের আঘাতে মলয় রায় আহত হয়। মলয় রায়কে বাচাঁতে তার আত্মীয় ব্যবসায়ী রঙ্গ লাল রায় এগিয়ে আসলে তাকেও অস্ত্র দিয়ে আঘাত করে জামিল। ঘটনাটি গত শুক্রবার রাতেই নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ মধ্যবাজারে এক জরুরী সভায় মিলিত হন। নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল গফুর চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া, ওসি মোঃ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, পৌর প্যানেল মেয়র বাবুল দাশ, প্যানেল মেয়র রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ব্যবসায়ী নেতা আহমদ ঠাকুর রানা, সাংবাদিক সলিল বরন দাশ সহ ব্যবসায়ী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জামিলকে গ্রেপ্তার করে শাুরি দাবী জানান।