স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ৩টি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকাসহ অর্ধলাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
জানা যায়, গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় শায়েস্তাগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ববড়চর গ্রামের আফজল আলীর পুত্র খুর্শেদ আলীর বাড়িতে ১৫-২০ জন মুখোশধারী ডাকাতদল ঘরের দরজা ভাঙ্গা শুরু করলে এসময় ঘরে থাকা খুর্শেদ আলী ও আশপাশের বাড়ির লোকজন দরজা ভাঙ্গার শব্দ শুনে এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়
অপরদিকে রাত আনুমানিক সোয়া ৩টায় পৌরসভার ৫নং ওয়ার্ডের আলাপুর গ্রামে আব্দুল খালেকের বাড়িতে ১৫-২০জন মুখোশধারী ডাকাত। ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভেতর প্রবেশ করে পরিবারের সকল সদস্যকে হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যের কাছ থেকে চাবি নিয়ে আলমারি খুলে নগদ ২০ টাকা, ¯¦র্ণসহ পালিয়ে যাওয়ার সময় আব্দুল খালেক ঘর থেকে চিৎকার দিলে বাড়ির আশেপাশের লোকজন এসে আব্দুল খালেকসহ পরিবারের সকল সদস্যকে হাত-পায়ের বাধন খুলে দেয়। অপরদিকে একই রাতে নুরপুর ইউনিয়নের অলিপুর গ্রামে শাহ আবতাব উদ্দিন (রঃ) মাজার সংলগ্ন জাহির মিয়ার বাড়িতে রাত প্রায় দেড় টার দিকে ১৫-২০জন মুখোশধারী ডাকাতরা হানা দেয় এবং জাহির মিয়া মোবাইল ফোনে জসীমকে জানালে এলাকার মানুষ ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়।