স্টাফ রিপোর্টার ॥ চেক জালিয়াতির মামলায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের ক্যাশিয়ার মোঃ বাবুল মিয়া (৪০)কে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটককৃত বাবুল মিয়া বানিয়াচং উপজেলার প্রথম রেখ গ্রামের মৃত ফিরোজ উল্লাহর পুত্র।
পুলিশ জানায়, আটককৃত বাবুল মিয়ার বিরুদ্ধে দুটি চেক জালিয়াতি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারিসহ ৩টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন যাবত সে বিভিন্নস্থানে পালিয়ে বেড়াচ্ছিল। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এএসআই টিপু সুলতানের নেৃতত্বে একদল পুলিশ শহরতলীর ভাঙ্গাপুল এলাকায় অভিযান চালিয়ে বাবুল মিয়াকে আটক করে।