নবীগঞ্জ প্রতিনিধি ॥ দৈনিক দিনকালের সাবেক নবীগঞ্জ প্রতিনিধি প্রয়াত সাংবাদিক কামরুল হাসান আলীম এর ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জের সকল সাংবাদিকদের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবারর বাদ যোহর নবীগঞ্জ কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন, প্রকাশক মোঃ সেলিম তালুকদার, কাউন্সিল কবির মিয়া, কাউন্সিল সুন্দর আলী, নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ খালিদ সাইফুল্লাহ খাঁন, মাওলানা শোয়াইব আহমদ চৌধুরী, মাওলানা নুরুল হক নবীগঞ্জী, মাওলানা জুবায়ের আহমদ চৌধুরী, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা ওমর নাসরুল্লাহ খান, মাওলানা আব্দুর রক্বীব হক্কানী, আব্দুল আলীম ইয়াসিনি, দৈনিক আমার সংবাদ এর নবীগঞ্জ প্রতিনিধি মুজিবুর রহমান মুজিব, দিনকাল প্রতিনিধি অলিউর রহমান অলি, প্রয়াত সাংবাদিক আলীম’র পুত্র সাংবাদিক ছনি চৌধুরী সুমন আলী খান, তানভীর চৌধুরী তনু প্রমুখ।
উল্লেখ্য, ২০০৬ সালের ৮নভেম্বর চাচা এবং চাচাতো ভাইদের নির্মম প্রহারে খুন হন সাংবাদিক কামরুল হাসান আলীম।