স্টাফ রিপোর্টার ॥ গ্রামগঞ্জের সাধারণ মানুষের কাছ থেকে ব্র্যাক এনজিও থেকে ঋণ দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে লিটন দাস (৩০) নামের এক প্রতারক। অবশেষে হবিগঞ্জ শহরের যশেরআব্দায় প্রতারণাকালে জনতা তাকে আটক করেছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। সে শহরের নোয়াহাটি গ্রামের মনীন্দ্র দাসের পুত্র। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
প্রতারিত লোকদের অভিযোগ লিটন দাস দীর্ঘদিন ধরে নিজেকে ব্র্যাক হবিগঞ্জ শাখার কর্মকর্তা পরিচয় দিয়ে বানিয়াচং উপজেলার নয়া পাতারিয়া, কেন্দুয়াবহ, ইকরাম, উত্তর সাঙ্গর, সুবিদপুর, আনোয়ারপুরসহ বিভিন্ন গ্রামের সহজ সরল মানুষকে সহজ কিস্তিতে ঋণ দেয়ার কথা বলে টাকা উত্তোলন করে আসছে। বিষয়টি ব্র্যাক হবিগঞ্জ শাখার ম্যানেজার আমিনুল ইসলামের নজরে এলে প্রতারককে ধরতে তিনি কৌশল অবলম্বন করেন।
গতকাল ওই সময় ব্র্যাক কর্মী হেলাল উদ্দিনের মাধ্যমে যশেরআব্দা এলাকা থেকে লিটন দাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ব্র্যাকের বেশকিছু ফরম ও লিফলেট উদ্ধার করা হয়। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে সদর থানার ওসি ইয়াসিনুল হক জানান, যেহেতু বিষয়টি বানিয়াচং থানার আওতাধীন তাই লিটনকে বানিয়াচং থানায় প্রেরণ করা হয়েছে।