স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, খাদ্যপণ্যের সাথে রং, খাবারে মাছি থাকা, খাবার ঢেকে না রাখার অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ১০হাজার টাকা জরিমানা করা হয়। তন্মধ্যে আদর্শ মাতৃ ভান্ডারকে ২হাজার, জয় হরি মিষ্টি দোকানকে ২হাজার, নিউ মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে ২হাজার, আদর্শ মিষ্টি ঘরকে ২হাজার এবং মাতৃ মিষ্টি ভান্ডারকে ২হাজার টাকা। পাশাপাশি বুল্লা বাজারে অবস্থিত মসলার মিলগুলো তদারকি করা হয়। ফল বিক্রির ক্ষেত্রে প্যাকেটের ওজনে যেন প্রতারণা করা না হয় সেই ব্যাপারে ফল ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। সহযোগীতায় ছিলেন লাখাই উপজেলার সেনেটারী ইন্সপেক্টর বিধান কুমার সোম ও লাখাই থানার পুলিশ ফোর্স।