স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বিজিবি অভিয়ান চালিয়ে বিদেশী মদ উদ্ধার করেছে। উদ্ধার করা মদের পরিমাণ ৯৮ বোতল। গতকাল বুধবার ভোরে আলীনগর এলাকায় অভিযান চালিয়ে এ পরিমাণ মদ উদ্ধার করা হয়। ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার সেলিম উল্লার নেতৃত্বে বিজিবি সদস্যরা এ মদ উদ্ধার করে বলে জানান বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ন লেফট্যান্যান্ট কর্নেল আসাদুজ্জামান। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।