এম এ বাছিত/কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোঃ মহসীন আলীর প্রকাশ্য ধুমপান ও নবীগঞ্জবাসীকে নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মহাসড়কের আউশকান্দি বাজারে বিক্ষোভ সমাবেশ হয়।
বৃহস্পতিবার মৌলভীবাজার সদরের সীমান্তবর্তী কেশবচর গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে আলোচিত মন্ত্রীর কটুক্তি নিয়ে নবীগঞ্জবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এছাড়াও মঞ্চে মন্ত্রীর প্রকাশ্য ধুমপান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। মন্ত্রীর অশালীন মন্তব্যে জনপদে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে মহাসড়কের আউশকান্দি বিশাল সমাবেশের আয়োজন করেন স্থানীয় লোকজন। আয়োজিত সভায় ৭২ ঘন্টার মধ্যে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশ শেষে সন্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার উপজেলার পার্শ্ববর্তী মৌলভী বাজার সদরের কেশবচর গ্রামে বিদ্যুতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মোঃ মহসীন আলী। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার জাপা মনোনীত দলীয় সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু। এসময় উপস্থিত লোকজন নবীগঞ্জ-মৌলভীবাজারের মিলন মোহনার মিনাজপুর, মিঠাপুর মৌজার এরাবরাক নদীতে সেতু নির্মাণের দাবি করেন। কেশবচরের লোকজন বলেন, এরাবরাক নদীর সত্বাধিকার নিয়ে মামলা রয়েছে। নবীগঞ্জের লোকজন আমাদের হাজত খাটিয়েছেন। এসব কথা শুনে ক্ষিপ্ত হন সৈয়দ মহসীন আলী। তিনি মাইকে গিয়ে বলেন, সেতু নির্মাণ করতে হলে নবীগঞ্জবাসীকে কানধরে উঠবস করতে হবে। মুনিম চৌধুরী বাবুকে নিজ উপজেলার পক্ষ থেকে ক্ষমা চাইতে নির্দেশ দেন। এ সময় সংসদ সদস্য ক্ষমা চাইতে গেলে উত্তেজনা দেখা দেয়। প্রতিবাদ মুখর হয় উপস্থিত জনতা। মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। মন্ত্রীর কটুক্তি নিয়ে হতবাক আওয়ামীলীগ নেতারা। মুহুর্তে খবরটি চাউর হয়ে যায়। সন্ধ্যায় মহাসড়কের আউশকান্দি সর্বদলীয় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, থানা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, হাজী আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার মইনুল আমিন বুলবুল, মুহিবুর রহমান হারুন, আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্শেদ আহমদ, পল্লী বিদ্যুতের পরিচালক শফিউল আলম হেলাল, উপজেলা জাপার সিনিয়র যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, আওয়ামীলীগ নেতা আনছার মিয়া, জাপা নেতা কাজী আবদুল বাছিত, যুবলীগ নেতা আমিনুর রহমান নোমান, হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক জাহান চৌধুরী, যুবলীগ নেতা আবদুল মুকিত, সাংবাদিক এম মুজিবুর রহমান, আবুল কালাম, লেবু মিয়া, ছাত্রলীগ নেতা আল আমীন প্রমূখ। সমাবেশ শেষে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা মন্ত্রী সৈয়দ মহসীন আলীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে মন্ত্রীর অশালীন মন্তব্য প্রত্যাহার করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এনিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আউশকান্দি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ দিলাওর হোসেন বলেন, মন্ত্রীর অশালীন বক্তব্য ক্ষমার অযোগ্য অপরাধ। অবিলম্বে উপজেলাবাসীর নিকট ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহবান জানান তিনি। এবিষয়ে স্থানীয় সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবুর মন্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।