মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌরসভাধীন নতুন গরুর বাজারে ছাগল ও হাঁস-মুরগীর জন্য সেড নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল পৌরসভার দায়িত্বপ্রাপ্ত মেয়র হাজী দুলাল খাঁ এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সচিব মেঃ আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল ইসলাম, উপসহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, কাউন্সিলর মেঃ আবুল বাশার, কাউন্সিলর বাবুল হোসেন, ঠিকাদার মোঃ এরশাদ আলী, কার্যসহকারী আশীষ দেবনাথসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।