স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটমের ভাড়া বৃদ্ধির নামে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রীদের সাথে চালকের বাকবিতন্ডা ক্রমেই বাড়ছে। কতিপয় চালক ৫ টাকার ভাড়ার স্থলে ১০ টাকা আদায় অব্যাহত রেখেছে। ফলে চালকদের সাথে যাত্রীদের হাতাহাতি ও বাকবিতন্ডার ঘটনা বন্ধ হচ্ছে না। গতকাল সোমবার দুপুরে থানার মোড়ে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে টমটম চালকের বাকবিতন্ডা হয়। এ সময় চালক ও যাত্রীর মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সরেজমিনে গতকাল শহর ঘুরে দেখা যায়, শিক্ষার্থী, চাকুরীজীবি, সাংবাদিকসহ সাধারণ মানুষের কাছ থেকে শহরে উঠানামা করার সময় ৫ টাকার বদলে ১০ টাকা রাখছে কতিপয় চালক। তাদের চাহিদা মত ভাড়া দিতে না চাইলে ঘটছে বিপত্তি। অনেক চালক তাদের গাড়িতে যাত্রী তোলছে না। ফলে মানুষকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। অতিরিক্ত ৫ টাকা ভাড়া দিতে গিয়ে যাত্রী সাধারণ পড়েছে বিপাকে। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সভায় ভাড়া বাড়ানোর আগে সমাজের সর্বস্তরের ও সকল প্রতিনিধিদের সাথে আলোচনা করে ভাড়া বাড়ানোর নির্দেশনা দেন। সেই নির্দেশনা মেনে ভাড়া বাড়ানো স্থগিত করা হলেও পুনরায় গত ২ নভেম্বর হবিগঞ্জ জেলা টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। ফলে গত শুক্রবার থেকে নতুন ভাড়ার তালিকা দেয়া হয়। নতুন রেট অনুযায়ী শহরের চৌধুরী বাজার থেকে শায়েস্তানগর সরাসরি এবং চৌধুরী বাজার থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত সরাসরি ১০ টাকা ভাড়া করা হয়েছে। একইভাবে বাসস্ট্যান্ড থেকে চৌধুরী বাজার কিংবা শায়েস্তানগর থেকে চৌধুরী বাজার সরাসরি ভাড়া ১০ টাকা। তবে মাঝপথে যারা নেমে যাবে তাদের ভাড়া বাড়ানো হয়নি। শহরের ভিতরে যে কোন স্থানে যাত্রী উঠানামা আগের ভাড়া ৫ টাকা বহাল রাখা হয়েছে। এদিকে ভাড়া বৃদ্ধির পর গত ৫ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে আবারো নতুন ভাড়া নির্ধারণ করা হয়। এতে বলা হয়, চৌধুরী বাজার ট্রাফিক পয়েন্ট থেকে সরাসরি বাসষ্ট্যান্ড, শায়েস্তানগর পর্যন্ত ভাড়া ১০ টাকা, পথিমধ্যে যাত্রী উঠানা করলে ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত ভাড়ার চেয়ে যদি কোন টমটম মালিক ও শ্রমিক অতিরিক্ত ভাড়া দাবি করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক প্রক্রিয়ায় ব্যবস্থা নেয়া হবে। কিন্তু সরেজমিন দেখা গেছে ভিন্ন চিত্র।
এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে ভাড়া বাড়ানো হয়নি। একটি মহল কৌশলে এ ভাড়া বৃদ্ধি করে জনগণকে দূর্ভোগে ফেলেছে। প্রসঙ্গত এর আগেও দুইবার ভাড়া বৃদ্ধির নামে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয় একটি প্রভাবশালী মহল। কিন্তু শেষ পর্যন্ত তাদের মিশন সফল হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ পৌরসভার রেজিষ্ট্রেশনপ্রাপ্ত টমটমের সংখ্যা ১ হাজার ২শ টি। রেজিস্ট্রেশনের বাইরেও অসংখ্য টমটম রয়েছে। আর একই নম্বরে চলছে একাধিক টমটম। সব মিলিয়ে হবিগঞ্জ শহরে ৩ হাজারেরও বেশি টমটম চলাচল করছে।