প্রেস বিজ্ঞপ্তি ॥ জেনারেল এম.এ রব গবেষনা পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৬ নভেম্বর সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জিতু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও মাস্টার এম এ ওয়াহেদ এর উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক এম এ ওয়াহিদ। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কুদ্দুছ আলী সরকার, সাবেক পৌর চেয়ারম্যান ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি রোটারিয়ান শহীদ উদ্দিন চৌধুরী, সিনিয়র সাংবাদিক গাজী শাহজাহান চিশতি, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, জেলা পরিষদের মহিলা সদস্য রওশন আরা ভূইয়া লাকী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাচিত কার্যকরি পরিষদের সদস্য ও সংগঠনের সহ-সভাপতি আব্দুল মোতালিব মমরাজ, আব্দুর রহিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক আঃ আলীম, কামরুজ্জামান খান ইমরান, সাংবাদিক নায়েব হোসেন, কামাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আঃ হাই। গীতা পাঠ করেন অর্পিতা দাশ মৌ। বক্তারা সংগঠনের কর্মকান্ডের প্রতি সন্তোষ প্রকাশ করে সকল প্রকার সহযোগীতার ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এম.এ রব এর নামে গোলচত্বর এবং সৌন্দর্য্য বর্ধনে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার ব্যাপারে গুরুত্বারোপ করেন এবং গবেষনা পরিষদের গতিশীল রাখার জন্য অনুরোধ জানান। পরে এম এ রব এর জীবনী নিয়ে একটি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।