নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন কর্তৃক অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। গতকাল সোমবার সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করে। কর্মবিরতিতে অংশগ্রহণ করেন পৌর সচিব আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, এ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসহকারী প্রকৌশলী শহিদুল হক, সাধারন সম্পাদক ও হিসাবরক্ষক কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারী ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী ইকবাল আহমদ, প্রধান সহকারী সরাজ মিয়া, কার্য সহকারী আলী মুছা, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, টিকাদানকারী এলেমান চৌধুরী, সহকারী টিকাদানকারী বনানী রানী দাশ, এমএলএস আবু বক্কর সিদ্দীক, ট্রাক চালক আছকির আলী, রোলার চালক আব্দুল আহাদ, বাচ্চুু মিয়া প্রমুখ। কর্মবিরতি পালনকালে তারা বলেন, সরকারী নিয়মনীতি মেনে চাকুরীতে নিয়োগ, বদলী ও কার্যক্রম চালিয়ে আসলেও রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাদের কেন বেতন, ভাতা ও পেনশন দেয়া হবেনা। অন্যান্য সরকারী কর্মকর্তা-কর্মচারীদের চেয়ে অধিক পরিশ্রম করার পরও আমাদেরকে সরকারী কোষাগার থেকে বেতন ভাতা দেয়া হয়নি, তা তাদের প্রতি অবিচার বলে দাবি করেন তারা। তারা বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবীর প্রতি বিবেচনা করবেন।