আবু হাসিব খান চৌধুরী পাবেল ॥ হবিগঞ্জে দুই পরিবহন শ্রমিকদের মধ্যে সৃষ্ট সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে অন্তত ২০টি গাড়ি ভাংচুর করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব ঘটনার জের ধরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-গত বুধবার মাধবপুর বাস স্ট্যান্ডে ম্যাক্সিতে যাত্রী উঠানো নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে ম্যাক্সি শ্রমিকদের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গতকাল শুক্রবার সকালে পুনরায় কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাস ও ম্যাক্সি পরিবহনের শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষে জড়িতরা বাস, ম্যাক্সি ও সিএনজি চালিত অটোরিকশাসহ অন্তত ২০টি গাড়ি ভাংচুর করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান-বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের অনাকাংখিত ঘটনা এড়াতে বাস টার্মিনাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।