স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উত্তর ছয়শ্রী গ্রামে অনুষ্ঠিত হয়েছে মনিপুরীদের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলা। প্রতিবারের ন্যায় এবারো কার্তিক মাসের পূর্নিমা তিথিতে বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়। হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকেও মুনিপুরী সম্প্রদায়সহ জাতি ধর্ম নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ উপভোগ করেছেন এই মহারাসলীলা। শুধু হবিগঞ্জ নয়, বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন এলাকার মনিপুরীসহ প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে এ উৎসব দেখতে লোকজন আসেন।
শনিবার মুনিপুরী ঐতিহ্যের ১৭৪তম বাৎসরিক উৎসব উত্তর ছয়শ্রী মহাপ্রভু মন্ডপে সকাল ৫টায় মঙ্গল আরতির মাধ্যমে শুরু হয়ে রবিবার ভোররাত পর্যন্ত চলে। রাখাল নৃত্য দিনের বেলায় হলেও রাখাল নৃত্যের পর রাতে শুরু হয় রাসলীলা। শুরুতেই পরিবেশিত হয় অপুর্ব মৃদঙ্গ নৃত্য। মৃদঙ্গ নৃত্য শেষে প্রদীপ হাতে নৃত্যের তালে তালে সু-সজ্জিত মঞ্চে প্রবেশ করেন শ্রী রাধা সাজে সজ্জিত একজন নৃত্যশিল্পীবৃন্দ।
রবিবার রাতের অনুষ্ঠান হয় আকর্ষনীয়। সেখানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পিপি এ্যাডভোকেট এম আকবর হোসেইন জিতু, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট শফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি শামীম আহছান, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমিরুজ্জামান, এটিএন বাংলার হবিগঞ্জ জেলা প্রতিনিধি এম এ হালীম, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এস এম সুরুজ আলী, দৈনিক যুগান্তরের চুনারুঘাট উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদসহ অতিথিবৃন্দ।