নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ আবুল খয়ের, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ জাহাঙ্গীর আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার আলম, মেডিকেল অফিসার ডাঃ আব্দুল সামাদ, তাহমিনা জাহান প্রমুখ।