স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) পদে যোগ দিচ্ছেন মোঃ মামুনুর রশীদ। ময়মনসিংহ জেলার ভালুকা পৌরসভায় উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে কর্মরত মোঃ মামুনুর রশীদকে হবিগঞ্জ পৌরসভার শূন্য এ পদে বদলী করা হয়। গত ২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এক পত্রে এ আদেশ জারি করা হয়। ১৯ নভেম্বর উপসচিব মোঃ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত অপর এক পত্রে হবিগঞ্জ পৌরসভার উপসহকারী প্রকৌশলী (সিভিল) দিলীপ কুমার দত্তকে বদলী করা হয়। ওই বদলীর দু’সপ্তাহের মাথায় হবিগঞ্জ পৌরসভার শূন্যপদে মোঃ মামুনুর রশীদকে বদলী করা হলো। দিলীপ কুমার দত্তের বদলীজনিত কারনে হবিগঞ্জ পৌরসভার নির্মাণ ও সংস্কার (সিভিল) কর্মকান্ডে যে স্থবিরতার আশংকা দেখা দিয়েছিল শূণ্যস্থান পুরনের ফলে সে আশংকা কেটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।