স্টাফ রিপোর্টার ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হবিগঞ্জ শহরের কামড়াপুরে দু’দলের সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, হবিগঞ্জ পৌর শহরের কামড়াপুর এলাকার সেলিম আহমেদের সাথে একই এলাকার সাহেব আলীর মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ রয়েছে। এর জের হিসেবে গতকাল দুপুরে দু’পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।