নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উলুকান্দি গ্রাম থেকে গত সোমবার দিনে-দুপুরে ৯০ হাজার টাকা মূল্যের দুইটি গরু চুরি হয়েছে। জানা যায়, উলুকান্দি গ্রামের মৃত হছরত উল্লাহর পুত্র আব্দুল আহাদ মিয়া সোমবার সকাল ১১টার সময় বাড়ির সামনে বিশ্বরোড সংলগ্ন দুইটি গরু বেঁধে রাখেন। সেখান থেকে চোর কৌশলে গরুগুলি চুরি করে নিয়ে যায়। গরুর মালিক আব্দুল আহাদ জানান, প্রতিদিনের ন্যায় গরুগুলি ঘাস খাওয়ার জন্য বিশ্বরোড সংলগ্ন পতিত জমিতে বেধে রাখা হয়। বিকালে গিয়ে দেখি গরুগুলি সেখানে নাই। অনেক খুজা খুজি করেও গরুগুলি পাওয়া যায়নি।