স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আধুনিক সদর হাসপাতাল সংলগ্ন আম্বিয়া ভিলার ২য় তলায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোর ঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। বাসার ভাড়াটিয়া মেডিকেল এসিস্ট্যান্ডরা জানান, তারা ৭ জন মিলে ২য় তলা ভাড়া নেন। তারা হাসপাতালে শিক্ষানবীশ হিসেবে কাজ করছেন। প্রতিদিনের মতো তারা বাসায় তালা লাগিয়ে কাজে যান। বিকালে গিয়ে দেখতে পান তালা ভেঙ্গে কে বা কারা জিনিসপত্র ও টাকা পয়সা নিয়ে গেছে। খবর পেয়ে সদর থানার এসআই মোস্তাক আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।