নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, কোন জাতি উন্নতির শিকড়ে পৌছতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। তিনি গত বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলার কৈলাশগঞ্জ বাজার সংলগ্ন নয় মৌজা কলেজ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতাকালে উক্ত কথা বলেন। এমএ মুনিম চৌধুরী বাবু এমপি আরও বলেন, ওই এলাকায় দেরীতে হলেও ন’মৌজা কলেজ নামে শিক্ষা প্রতিষ্টানের সৃষ্টি হওয়ায় এলাকায় শিক্ষার হার বৃদ্ধি পাবে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ইতিমধ্যে নবীগঞ্জ ও বাহুবল এলকায় ৪টি কলেজে ৪র্থ তলা ভবন নির্মাণের বরাদ্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ব্যাপক উন্নয়ন করার কথা উল্লেখ্য করে ওই প্রতিষ্টানে মাটি ভরাটের জন্য ২ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন। এলাকার বিশিষ্ট মুরুব্বী আবুল কাশেম এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, এডভোকেট আব্দুস সবুর, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, আব্দুস সালাম, আব্দুল হান্নান প্রমুখ। বিশেষ অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, দেশরতœ শেখ হাসিনা এর সরকার শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কলেজ এর মাটি ভরাটের জন্য ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। উল্লেখ্য, নয় মৌজা এলাকার হাজী আব্দুর রকিব ৫ কেদার ভূমি কলেজ এর জন্য দান করেন।