স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামে শ্বশুর বাড়ি থেকে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য সাজাপ্রাপ্ত আসামী সহিদুল ইসলাম (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে বামকান্দি গ্রামের মৃত রহমত আলীর পুত্র। গত বুধবার গভীররাতে সদর থানার ওসি অপারেশন আহসান হাবীব ও এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে বেশ কয়েকটি ডাকাতি ও নারী নির্যাতন মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।