নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে হামলায় দিনমুজুর গুরুতর আহত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের মৃত খেতকি সূত্রধরের পুত্র দিনমুজুর নিরঞ্জন সূত্রধর (৬০) কে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ঘটিকার সময় দিনমুজুর নিরঞ্জন সূত্রধর স্থানীয় বাংলাবাজার থেকে কাজ সেড়ে রিক্সা যুগে বাড়ী যাওয়ার পথে ফুটারমাটি গ্রামের স্থানীয় কবরস্থানের পার্শে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা তাকে মারপিট করে তার সাথে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। নিরঞ্জন সূত্রধরের সুর চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।