বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা তারপরও থামছে না মাদক ব্যবসা

  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০১৭
  • ৪৯৮ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট সীমান্তের শতাধিক স্পটে চলছে দেশী-বিদেশী মদের ব্যবসা। হাত বাড়ালেই পাওয়া যায় বিভিন্ন জাতের মাদক। গ্রাম থেকে শুরু করে পাড়া-মহল্লা সব খানেই মরন নেশা মাদকের বিস্তৃতি ঘটেছে। আজন্ম ব্যবসায়ীরা রীতিমত মদের হাট বসিয়েছে সীমান্ত গ্রামগুলোতে। নারী-শিশুরাও এ ব্যবসা জড়িয়ে পড়ছে।  রাজনৈতিক লেবাসধারীরা মাদক ব্যবসার মদদ দিচ্ছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। সীমান্তের একটি শক্তিশালী চক্র এ ব্যবসায় টাকা বিনিয়োগ করে দিন দিন ব্যবসার প্রসার ঘটাচ্ছে। নেশার রাজ্যে ডুবে যাচ্ছে পুরো সমাজ। আইন প্রয়োগকারী সংস্থা মাদক ব্যবসা রোধ করতে পারছেনা। নারকটিক্স বিভাগ মাদক ব্যবসাীদের কাছে অসহায়। তবে বিজিবি’র দাবী তারা ২০১৬ সালের জানুয়ারী থেকে ২০১৭ সালের জানুয়ারী পর্যন্ত চুনারুঘাট ও মাধবপুর সীমান্ত এলাকা থেকে ৭ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার ৭৯১ টাকার মাদক উদ্ধার করে। এর মধ্যে চুনারুঘাটে ৪ কোটি ১২ লাখ ২৪ হাজার ২২০ টাকা এবং মাধবপুরে ৩ কোটি ৬৭ লাখ ৩৫ হাজার ৫শ ৭১ টাকা মাদক উদ্ধার করা হয়। চলতি বছরের ফেব্র“য়ারী থেকে মে মাস পর্যন্ত চুনারুঘাট ও মাধবপুর সীমান্ত থেকে ৬৫ লাখ ৬৩ হাজার ৩শ ৫৫ টাকার মাদক উদ্ধার করা হয়। সূত্র জানায়, এ সময়ের মধ্যে পাচার হয়েছে অন্তত ১শ কোটি টাকার মাদক। বাল্লা সীমান্তের টেকেরঘাট, পাক্কাবাড়ী, বড়ক্ষের, টিলাবাড়ী, গোবরখলা, ফাটাবিল, গাজীপুর, রেমা, আলীনগর আহমদাবাদ ইউপি’র চিমটিবিল খাস, আমুরোড বাজার, আমু চা বাগান, নালুয়া চা বাগান সহ উপজেলার ১০টি ইউনিয়নের শতাধিক নারী-পুরুষ মাদক ব্যবসায় জড়িত। চোরাই ব্যবসায়ীরা সীমান্তের কুলিবাড়ী, শ্মশানঘাট, বড়ইতলা, মোকামঘাট, বড়ক্ষের,  চিমচিবিল, গুইবিল, রেমা, সাতছড়ি, কালেঙ্গার অন্তত ১০টি পয়েন্ট দিয়ে অফিসার চয়েজ,নাম্বার ওয়ান, ভটকা, ম্যাকডুয়েল, বিয়ার, ফেনসিডিল, কোরেক্স ,বাংলা মদ, গাঁজা এবং নানা ধরনের যৌন উত্তেজক বড়ির চালান নিয়ে আসে। সীমান্তরক্ষী বিজিবি মাদকের চালান আটকাতে পারছেনা, তবে বিশেষ ব্যবস্থায় ২ নাম্বার মদের বোতল জব্দ দেখিয়ে মামলা করে চলেছে। যেখানে ২’শ টাকার মদের বোতলে দাম ধরা হয় ১৫’শ টাকা। সীমান্তের গোবরখলা, টেকেরঘাট, আমু চা বাগান, টিমটিবিল খাস এবং আহমদাবাদ ইউপি’র বনগাঁও গ্রামের চিহ্নিত চোরা ব্যবসায়ীরা মধ্যস্বত্বভোগী যারা কিনা বিজিবি-পুলিশের সোর্স হিসেবে পরিচয় দেয় তাদেরকে বখরা দিয়ে মাদকের চালান পৌছে দিচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। ওই বখরাখোরদের সাথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কোন কোন সদস্যের রয়েছে গলায় গলায় ভাব। সীমান্তে সাদা পোষাকে পুলিশ সদস্যদেরকে দায়িত্ব পালন করতেও দেখা যায়। প্রতিদিন সিএনজি অটোরিক্সা, প্রাইভেট কার ও মোটর সাইকেলে করে মাদকের চালান যায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। গাজীপুর ইউপি’র বাল্লা, ইছালিয়া সেতু, সাদ্দাম বাজার, আমু চা বাগান বাজার, চিমটিবিলখাস ও আমুরোড বাঁশতলা  হয়ে বাস-টেম্পু, সিএনজি, মোটর সাইকেল, রিক্সা, ঠেলাগাড়ী করে মাদকের চালান যায় গন্তব্যে। র‌্যাব-বিজিবি মাঝে-মধ্যে মাদক ব্যবসায়ীদের তাড়া করছে, কিন্তু কৌশলী ব্যবসায়ীরা থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে। চিহ্নিত ব্যবসায়ীরা আসামপাড়া বাজারে বসে ফেরি করে মাদক ব্যবসা করছে। নানা অনুষ্ঠানে বিজিবি’র দায়িত্বশীল অফিসার ও থানার ওসি মাদকের বিষয়ে জেহাদ ঘোষণা করলেও মাদক চালানতো কমেনি বরং বেড়েছে। সীমান্তে মাদক চোরাচালানের বিষয়টি নিয়ে সরকারের একটি বিশেষ সংস্থা তথ্য-উপাথ্য সংগ্রহ করেছে সম্প্রতি। মাদক চোরাচালানের বিষয়ে বিজিবি ও পুলিশ বলছে, মাদক নিয়ন্ত্রনে তারা কাজ করছেন প্রতিদিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com