প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আইনÑশৃংঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল বিকেলে মথুরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে। ইউপি চেয়ারম্যান শাহ শওকত আরেফিন সেলিমের সভাপতিত্বে ও মোঃ আবু সালেহ্ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ গোলাম আকবর চৌধুরী, আরও বক্তব্য রাখেন ইউপি আওয়ামীলীগের সভাপতি এনামুল হক চৌধুরী, মেম্বার সাদিকুর রহমান, হাফেজ নুরুল আমিন, ডাঃ নুর মিয়া, আব্দুল মতিন (বুলবুল), মোঃ ইয়াকুত মিয়া, ক্বারী জালাল উদ্দিন, ফারুক মিয়া, ছাত্রলীগ নেতা সালেহ্ উদ্দিন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মোজাম্মেল হক বলেন- সমাজে আইনÑশৃঙ্খলা কমিউনিটি পুলিশিং ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে আলোচনা করেন। সমাজের চুরি-ডাকাতি, মাদক সেবন, জুয়া ও ইভটিজিং এর উপর গুরুত্ব দিয়ে কঠোর হুসিয়ারী উচ্চারণ করেন । এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।