রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জের রসুলগঞ্জ বাজারে সহিংসতার ঘটনা সালিসে নিষ্পত্তি ॥ উভয়পক্ষকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ৫৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে সহিংসতার ঘটনা সালিস বিচারে শেষ হয়েছে। ফলে বড় ধরণের সংঘাত থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুরে রসুলগঞ্জ বাজারে অনুষ্টিত সালিস বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমএ মুনিম চৌধুরী বাবু এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী রইছ মিয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা শ্রমিক নেতা সজিব আলী, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, জাপা সভাপতি ডাঃ আবুল খয়ের, আওয়ামীলীগ সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ শ্রমিক ইউনিয়ন সভাপতি এওর মিয়া, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাজু আহমদ চৌধুরী, আবু সিদ্দীক, বিশিষ্ট সালিস বিচারক বশির আহমদ চৌধুরী, জমরু মিয়া, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, মিনিবাস মালিক সমিতির সেক্রেটারী মাহবুবুল আলম সুমনসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ। উক্ত সালিস বিচারে উভয় পক্ষের জবানবন্দি এবং সার্বিক ক্ষয়ক্ষতির দিক বিবেচনায় আলীপুর গ্রামবাসীর উপর ৩ লাখ এবং সিএনজি শ্রমিকদের উপর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলার রসুলগঞ্জ বাজারে সিএনজি চালক ও বাসের চেগার এর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি, তিমিরপুর, মুরাদপুর বনাম আলীপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ দেখা দেয়। সংঘর্ষে ইট পাটকেল লাটিসোটা ব্যবহার করা হয়। আহত হয় কমপক্ষে ১৫ জন। ব্যবসা প্রতিষ্ঠানসহ যানবাহন ভাংচুর করা হয়। পরবর্তীতে ২৬ গ্রামবাসী একদিকে এবং বড় আলীপুর, ছোট আলীপুর এক দিকে অবস্থান নেয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ঘটনার প্রেক্ষিতে সার্কেল এএসপি রাসেলুর রহমান, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয় লোকদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং সালিসের উদ্যোগ নেন। পরবর্তীতে দফায় দফায় আলোচনার মাধ্যমে সালিসের দিনতারিখ ঠিক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com