প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান সাধারণ সম্পাদক রুবেল আহমদ চৌধুরী, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান ও যুগ্ম সাধারণ সমম্পাদক মহিবুর রহমান শাওন সহ গ্রেফতারকৃত ছাত্রদল নেতা হাসানুল হসেন সৌরভ, উজ্জল মিয়া, আতাউর রহমান রিপন, মোশাহিদ মিয়া, আব্দুল মান্নান ও সাইদুল হক সহ সকল ছাত্রদল নেতাকর্মীদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে গতকাল দুপুরে আউশকান্দি ইউপি ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি আউশকান্দি বাজার প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়। ছাত্রদল নেতা রুমান আহমেদ এর সভাপতিত্বে ও সাফি আহমেদ রাব্বির পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রায়েছ চৌধুরী। এতে উপস্থিত ছিলেন সায়েক চৌধুরী, জসিম উদ্দিন, সেলিম আহমেদ, বাশার আহমেদ, আবু সাদ, শাহ রাজু, আজিজুর রহমান, রেজুয়ান আহমেদ, জুয়েল, ওয়াজেদ, দেলোয়ার, তাজুল, জাঙ্গাগীর, হাসান, ছানু মিয়া, শাহ নোমান, পৌর ছাত্রদল নেতা মতিন আলী, বাবুল আহমেদ, সুফিয়ান, লিটন, কলেজ ছাত্রদল নেতা আবিদুর রহমান, কাজী খোকন, মমিনুর মিয়া, লিমন, আউশকান্দি ইউপি ছাত্রদল নেতা রুমু, জসিম, তাহের, জিলু, তাহিদ, ফখরুল, এমদাদ, রাফি, তারেক, ইমন, আলী হোসেন, নাঈম, ইমরান, রাফের, রানু, জুবেদ, সামাদ, হাবিব, রাব্বি, কাওছার, রেজুয়ান, রাহাত, বাবুল, রনি, রিংকু, সুবেল, হোমায়ুন প্রমুখ।