স্টাফ রিপোর্টার ॥ আসছে আগামী ৪ নভেম্বর বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী মোঃ তারা মিয়ার পক্ষ্যে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বলেন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে। প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ, বয়স্ক বাতা, বিদবা বাতা এবং প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন নৌকাকে জয়যুক্ত করুণ। এ সভায় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আলাউর রহমান সাহেদ, এডভোকেট সুলতান মাহমুদ, মোঃ মহি উদ্দিন কামাল, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান, স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান ফেরদৌস আলম, লামাতাসী ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু।