স্টাফ রিপোর্টার ॥ এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানের প্রচেষ্ঠায় বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের ৫টি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত করা হয়েছে। এজন্য এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্কুলগুলোর ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক ও কর্মচারীবৃন্দ। গতকাল শুক্রবার সকালে নেতৃবৃন্দ এমপি’র বাসভবনে মিলিত হয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও মতবিনিময় করেন। বানিয়াচঙ্গ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ গোলাম আকবর চৌধুরী সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জের সৌলরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুর রহমান চৌধুরী, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আহছান হাবিব মানিক, মুরাদপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি তজমুল হক চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ আবু তাহের, বাল্লা-গোড়াখালী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহেশ্বর দাস, সৌলরী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাক্কির হোসাইন, মহারতœ পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক অঞ্জন দেব, মন্দরী হাইস্কুলের প্রধান শিক্ষক সজীব খান, বদলপুর ইউপি চেয়ারম্যান সুশেনজিৎ চৌধুরী, সাতগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা লাল দাস, গোড়াখালী উচ্চ বিদ্যালয়েল প্রধান অজয় কুমার প্রমুখ। সভায় বক্তারা ৫টি স্কুল এমপিওভূক্ত করায় এমপি মজিদ খানের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।