কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে দু:সাহসিক চুরি হয়েছে। চোরেরা ৩ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে ব্যবসায়ীরা জানান। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মধ্যবাজারস্থ মক্কা শপিং সেন্টারে বুরহান উদ্দীন চৌধুরীর মালিকানাধীন চৌধুরী ক্লথ ষ্টোর ও পাশের দোকান বাজার ব্যবসায়ী সমিতির সদস্য ওলিউর রহমান চৌধুরীর মালিকানাধীন ফ্যাশন ভিউ কাপড়ের দোকানে চুরির ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে চোরেরা বুরহান উদ্দীন চৌধুরীর মালিকানাধীন চৌধুরী ক্লথ ষ্টোরের কাপড়ের দোকানের কলাপসিবল গেইট ও সাটারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে, দামী শাড়ী, থ্রীপিছ, জামা কাপড় ও নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একই কায়দায় একই সময়ে পার্শ্ববর্তী ওলিউর রহমান চৌধুরীর মালিকানাধীন ফ্যাশন ভিউ কাপড়ের দোকান থেকে দামী জামা কাপড়, শাড়ী ও নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।
উল্লেখ্য যে, আউশকান্দি (হীরাগঞ্জ) বাজারে ইতোপূর্বে সমর ফার্মেসী, মৌলা টেলিকম টেলিকম সেন্টার, গাউছিয়া টেলিকম সেন্টারসহ অনেক ব্যবসা প্রতিষ্টানে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে বাজার ব্যবসায়ীদের মধ্যে চোর আতঙ্ক বিরাজ করছে।