বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দু’দলের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে মুরাদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের তৈয়বুর রহমান চৌধুরী এবং তার প্রতিবেশী আত্মীয় শরীফ চৌধুরীর মধ্যে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল শুক্রবার সকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষে ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে মারুফ মিয়া (৮), জয়নাল মিয়া (৫০), শরীফ চৌধুরী (৩০), আরিফ (২০), নিজাম উদ্দিন (৩৫), তাহির মিয়া (৫০) ও মহিবুর রহমানকে (৪০) হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বানিয়াচং থানার ওসি সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।