চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে কাঁচা ও পাকা ৩টি রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। গতকাল শুক্রবার দিনব্যাপী চুনারুঘাট উপজেলার সিঙপাড়া কাঁচা রাস্তা, ভোলারজুম বাজারের রাস্তা ও চুনারুঘাট থেকে রামগঙ্গা বাজার পর্যন্ত তিনটি বেহাল দশার কাঁচা-পাকা প্রায় ৮কিলোমিটার রাস্তা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সংস্কার করা হয়। উক্ত জরাজীর্ণ সড়কদ্বয় নিজ উদ্যোগে সংস্কার করেন চুনারুঘাটের কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও আন্তর্জাতিক যোদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রাস্তা সংস্কারের বিষয় আসলে তিনি নিজ উদ্যোগ ও অর্থায়ানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইট, বালু ও কংক্রিটের মিশ্রণে সংস্কার করেন। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলো তিনি খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজে বের করে সমাধান করার নিমিত্তে দীর্ঘদিন ধরে নিজ অর্থ দিয়ে অনুদান প্রদান করছেন।
এছাড়াও মসজিদ-মক্তবে অনুদান, বাঁশের সাঁকোর স্থলে কাঠের ব্রীজ নির্মাণ, গরীব-দুস্থদের চিকিৎসার ভরণ-পোষণ, বিনোদন ও শরীরবৃত্তীয় বিভিন্ন রকম খেলাধুলায় সমহারে অনুদানসহ সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আর এ সবের মধ্য দিয়েই তিনি সাধারণের মনে সহজেই স্থান করে নিয়েছেন। জরাজীর্ণ ৩টি রাস্তার ব্যাপারে স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শোচনীয় সড়কগুলোর মধ্যে উক্ত তিনটি রাস্তা বেশ খানা-খন্দকে পরিণত ছিল। সংস্কারের পূর্বে এ রাস্তা দিয়ে চলাচলে সাধারণের দূর্ভোগের অন্ত ছিল না। সংস্কারের পর চলাচলে অনেকটাই সুবিধা হয়েছে বলে স্থানীয়রা জানান।
প্রসঙ্গত, ব্যারিস্টার সুমন ইতোমধ্যে উপজেলার প্রায় ২৬টি ঝুঁকিপূর্ণ রাস্তার সংস্কার কাজ ও দু’টি কাঠের ব্রীজ নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন।