স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সহপাঠিদের সহযোগিতা এবং উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবি হস্তক্ষেপে বন্ধ হল বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে স্কুল ছাত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাল্য বিয়ের শিকার ছাত্রীর সহপাঠিদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তাদের বাড়ি পৌর এলাকার চন্দনা গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করেন। এ সময় ইউএনও তাকে কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থারও আশ্বাস দেন।
এ বিষয়ে ইউএনও ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লিখেন ঝধষঁঃব তোমাদের। চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ঝাঁক তাঁরা (ংঃধৎ) ও অন্যায়ের প্রতিবাদী কন্ঠ (তাসফিয়া, উপমা, সাইমা, রিজওয়ানা, সুস্মিতাসহ জনাদশেক) আজ দুপুরে আমার কাছে এসে বিয়ে আয়োজনের খবরটি জানায়। স্যালুট তোমাদের, তোমরা বিজয়ী হও সর্বক্ষেত্রে।তিনি কয়েকদিন আগেও একটি বাল্য বিয়ে ভেঙ্গে দেন।