প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার পানির বিল ও পৌরকর মেলার দ্বিতীয় দিন পৌরকর আদায় হয়েছে ১০ লাখ ৪৮ হাজার ৮১০ টাকা। দুই দিনে মোট পৌরকর আদায় হয়েছে ৪২ লাখ ৮৮ হাজার ৪৬৯ টাকা। দুদিন ব্যাপী পানির বিল ও পৌরকর মেলাকে পৌরকর্র্তৃপক্ষ করদাতাগনের সুবিধার্থে আরো ৩ দিন বৃদ্ধি করেছেন। সে অনুযায়ী আগামী মঙ্গলবার হবে মেলার শেষ দিন। পানির বিল ও পৌরকর মেলা বুধবার সকালে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পৌরভবনে উদ্বোধন করেন মেয়র আলহাজ্ব জি কে গউছ।