প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বুধবার ২৫শে অক্টোবর ‘‘আলোকিত জীবনের জন্য রোভারিং’’ শ্লোগানকে সামনে রেখে শচীন্দ্র কলেজ রোভার স্কাউট গ্র“পে নবাগত রোভার সহচরদের বরন করে নেয়া হয়। কলেজের অধ্যক্ষ এসকে ফরাশ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলা বিভাগের চেয়ারম্যান তরিকুল ইসলাম হারুন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও আর.এস.এল প্রবীন্দ্র সমাজপতি, প্রভাষক গৌতম সরকার, গার্লÑ ইন রোভার ইউনিটের দায়িত্ব প্রাপ্ত আর.এস.এল প্রভাষক অনুপমা ভক্ত, প্রভাষক বিষ্ণু চন্দ্র পাল প্রমুখ। বক্তাগণ নবাগত সহচরদের আলোকিত মানুষ হওয়ার আহবান জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আর.এস.এল ও গ্র“প কমিটির সম্পাদক রণজিৎ কুমার দাস।