বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অর্ধশত অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা ও সম্মাননা দিলো উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সভা কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সহকারী জেলা শিক্ষা অফিসার সাহাব উদ্দিন, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল ছগির, সাবেক উপজেলা শিক্ষা অফিসার সুবোধ সূত্রধর।
অন্যান্যের মাঝে সভায় বক্তব্য রাখেন জাপা নেতা উস্তার মিয়া তালুকদার, মাসুক মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক জমির হোসেন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহিদ, অচিন্ত আচার্য্য, হাবিবুর রহমান, নিলুফার ইয়াছমিন, সাজিদুর রহমান, শর্বানী দত্ত ও মানিক দে প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবুর রহমান ও গীতা পাঠ করেন সমরেশ ভট্টাচার্য্য। অনুষ্ঠানে ৫২জন অবসরপ্রাপ্ত শিক্ষক, সাবেক উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হান্নান সরকার ও সুবোধ চন্দ্র সূত্রধর, হবিগঞ্জের সাবেক সহকারী জেলা শিক্ষা অফিসার সাহাব উদ্দিন, আব্দুল মুনিম চৌধুরী এমপির পিতা প্রাপ্ত শিক্ষক আব্দুল ওয়াদুদ চৌধুরী (মরণোত্তর) কে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়ায় পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩৬তম বিসিএস এ কর ক্যাডারে সুপারিশপ্রাপ্ত শিক্ষক রনি রঞ্জন দেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।