প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করে সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা। এতে জেলা শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা কলিম উল্লাহ সিকদার।
সভায় জানানো হয়, আগামী ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় এবং ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৫ থেকে ১৬ বছর বয়সী সকল শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।