চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের আলোচিত মামুন হত্যা মামলায় জড়িত একই গ্রামের মৃত আঃ হাসিমের ছেলে সোনাই মিয়া (৩৫) কে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (হবিগঞ্জ) বিচারক তৌহিদুল ইসলাম তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ জানান, মামুন হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত সোনাই মিয়াকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক রিমান্ড আবেদন আমলে নিয়ে শুনানির জন্য গত রোববার (১৬ অক্টোবর) দিন ধার্য করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে গত রোববার বিকেলে আসামী সোনাই মিয়াকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রিমান্ড প্রতিবেদন সূত্রে জানা যায়, সোনাই মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনের কল লিস্ট পর্যালোচনা করে তাকে মামুন হত্যাকান্ডের সাথে জড়িত বলে মনে করা হচ্ছে। সোনাই মিয়াকে জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই সোমবার সকাল অনুমান ৮টার সময় আসামী সোনাই মিয়ার বসতঘরের ৬০ গজ দূরে একটি পুকুর পাড় থেকে কিশোর মামুন মিয়ার লাশ উদ্ধার করে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, কেউন্দা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষকে বন্দুক দিয়ে প্রাণে হত্যা করার চেষ্টা ও কিশোর মামুন মিয়া হত্যার সাথে জড়িত সন্দেহে একাধিক মামলার আসামী সুনাই মিয়াকে আটক করে কেউন্দা গ্রামবাসী পুলিশের কাছে সোপর্দ করে। এদিকে সুনাই মিয়া গ্রেফতারের পরে কেউন্দা গ্রামে জানাজানি হলে এলাকার শত শত মানুষ থানায় ভীড় জমায়। গ্রামবাসীরা জানায়, কেউন্দা গ্রামের কিশোর মামুন মিয়ার হত্যাকান্ডের সাথে সুনাই মিয়া জড়িত।