স্টাফ রিপোর্টার ॥ যৌতুকের মামলায় চুনারুঘাটের ছাত্রলীগ কর্মী মহিউদ্দিন সুজন (২৮) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ সময় তার স্বজনরা পুলিশের হাত থেকে তাকে ছাড়িয়ে নিতে ধস্তাধস্তি করে ব্যর্থ হয়। সে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের এনাতাবাদ গ্রামের মৃত তারা মিয়ার পুত্র। গত সোমবার গভীর রাতে সদর থানার সেকেন্ড অফিসার মফিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সুজনের বাড়িতে অভিযান চালায়। এ সুজন তার কক্ষে ঘুমিয়ে ছিল। এক পর্যায়ে দরজা খোলে দিলে পুলিশ সুজনকে তাদের সাথে আসতে বলে। এ সময় সে চিৎকার শুরু করলে স্বজনরা এসে পুলিশকে ঘেরাও করে তাকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে। তখন পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি হয়। গত ১৫ মাস আগে হবিগঞ্জ শহরের দক্ষিণ শ্যামলী এলাকার বাসিন্দা মৃত আশরাফ চৌধুরীর কন্যা সুমি আক্তার চৌধুরী (২২) কে বিয়ে দেয়া হয় সুজনের সাথে। বিয়ের সময় সুজনকে যৌতুক সামগ্রী হিসেবে মোটর সাইকেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেয়া হয়। সম্প্রতি সুজন যৌতুকের টাকার জন্য সুমির উপর নির্যাতন চালায়। কিন্তু টাকা এনে দিতে পারবে না বলে জানালে সে নির্যাতন করে আহত করে। এ ঘটনায় সুমি হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেয়। পরে হবিগঞ্জ সদর থানায় সুজনের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করে। গতকাল মঙ্গলবার বিকালে সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ ব্যাপারে এসআই মফিজুল ইসলাম জানান, প্রয়োজনে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।