স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সীমান্তের ধর্মঘর বাজার এলাকার একটি মাঠ থেকে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল আজিজসহ একদল বিজিবি সদস্য ওই এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় বিজিবি’র অভিযান টের পেয়ে গাঁজা রেখে পাচারকারীরা পালিয়ে যায়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।