আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ যতদিন থাকব, ততদিন আজমিরীগঞ্জে মাদক ও জুয়াখেলা থাকবে না। নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ আইন শৃঙ্খলা সভায় এই প্রতিজ্ঞা করেন।
জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে গতকাল সোমবার সকাল ১১টায় আইন শৃঙ্খলা সভা অনুষ্টিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার পুলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্টিত আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, সভার সদস্য সচিব থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকসানা আক্তার শিখা, জেলা পরিষদেরর সদস্য মোঃ নাজমুল হাসান, সাংবাদিক শেখ আমির হামজা, সেন্টু আহমেদ, আজমিরীগঞ্জ সদর সহ পাঁচ ইউনিয়ন যথাক্রমে বদলপুর, জলসুখা, কাকাইলছেও ও শিবপাশার ইউপি চেয়ারম্যানগন। এ ছাড়া বিভিন্ন অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া ও সাংবাদিক শেখ আমির হামজা আজমিরীগঞ্জে চোলাই মদ, নিষিদ্ধ ইয়াবা ট্যালেট সহ বিভিন্ন মাদকের ছড়াছড়ি রয়েছে বলে বক্তব্য রাখেন। মাদকসেবীদের দৌড়াত্ব্য আশংখাজনকভাবে বেড়ে গেছে। এ ছাড়া প্রায় দুই বছর ধরে ভারতের শিলং নিয়ন্ত্রিত এন্ডিং জুয়াখেলায় অংশ নিয়ে এলাকার ৫ শতাধিক ঋণগ্রস্ত হয়ে এলাকা ছাড়া হয়েছে। এক ডজন লোক বসতভিটা বন্ধক রাখতে বাধ্য হয়েছে।
এ ব্যাপারে এলাকার লোকজন সোচ্চার হলেও আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় কর্মকর্তার পশ্রয়ে তা অদ্যাবধি অব্যাহত রয়েছে। বলে বক্তব্যে উল্লেখ করেন। পরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বলেন, আজমিরীগঞ্জে এটিই তাদের প্রথম আইন শৃঙ্খলা সভা। তারা যতদিন আজমিরীগঞ্জে দ্বায়িত্বে থাকবেন ততদিন বিভিন্ন ধরণের মাদক ও এন্ডিং সহ নানা ধরণের জুয়াখেলা থাকবে না বলে প্রতিজ্ঞা করেন।