স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নোয়াগাও গ্রামে বিষপানে মাহমুদা আক্তার (২৫) নামের দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রুকন উদ্দিনের স্ত্রী। গত রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধু বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে সে মারা যায়। গতকাল সোমাবর লাশের ময়নাতদন্ত শেষে পরিাবরের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়।