রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

চুনারুঘাটের সহস্রাধিক একর আমন জমি পানিতে নিমজ্জিত

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
  • ৭৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নের সহস্রাধিক একর রোপা আমন ফসল পানিতে তলিয়ে গেছে। এছাড়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। আমন ফসলের এখন ধান বের হওয়ার সময়। এসময় ধান পানিতে তলিয়ে থাকায় এসব ফসল আর না হওয়ার আশংকা করছে উপজেলা কৃষি বিভাগ। একই সাথে খোয়াই, করাঙ্গী ও সুতাং নদীর পানি বাড়ছে। সকাল ১১টায় উপজেলার বাল্লা সীমান্তে খোয়াই নদীর পানি বিপদ সীমার  ২২ সেন্টিমিটার এবং হবিগঞ্জে ৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবহিত হচ্ছে বলে জানিয়েছে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
খোয়াই নদীর পশ্চিম পীরেরগাও এলাকার বামনঘাট এলাকায় নদী ভাঙ্গনের আশংকায় রয়েছে গ্রামবাসী। দিনভর তারা এ বাধ পাহারা দিয়েছে। সম্প্রতি বালু উত্তোলনের ফলে এ ঘাট ভাঙ্গতে ভাঙ্গতে একেবারে শেষ লেগেছে। মানুষজন আতংকে রয়েছে কখন যে এ বাধ ভেঙ্গে গ্রামবাসীর বাড়িঘরে পানিতে তলিয়ে যায়। উপজেলার আহমদাবাদ, মিরাশী, রানীগাও, সাটিয়াজুরী, গাজীপুর, শানখলা ও দেওরগাছ ইউনিয়নের সবচেয়ে বেশি আমন ফসল পানিতে তলিয়ে গেছে। সরজমিনে দেখা গেছে, পানিতে তলিয়ে থাকা ফসল আরো দু’একদিন পানির নিচে থাকলে ধানের তোর আসা ফসলগুলো একেবারেই নষ্ট হয়ে যাবে। এছাড়া পানিতে তলিয়ে যাওয়া ধান উৎপানে কমে যাওয়াও আশংকাও রয়েছে। এদিকে রাজার বাজার, গঙ্গারগর, আলীরাজাপুর, আশ্রাবপুর, বরজুষ. কালিকাপুর, দৌলতপুরসহ ২৫/৩০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে শীতকালীন শাকসবজির ব্যপক ক্ষতি হচ্ছে। অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। চুনারুঘাট কালেঙ্গা রাস্তার বরজুষ এলাকায় রাস্তা ভেঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com