মোহাম্মদ আলী মমিন ॥
‘৭১-এ জগৎজ্যোতি দাসের নিজের লেখা ডাইরী, ইন্ডিয়া থেকে প্রকাশিত মোহিত পাল রচিত ‘‘মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেট ও পশ্চাৎ ভূমি কৈলাসহর’’ বই ও দুর্ধর্ষ গেরিলা বাহিনী দাসপার্টির যুদ্ধা মোহাম্মদ আলী মমিন এর দেয়া তথ্য অবলম্বনে রচিত।
ফ্রিল্যান্সার-‘৭১ অক্টোবর এর দ্বিতীয় সপ্তাহে ‘দাস পার্টি’ বানিয়াচং থানার হিলালনগর গ্রামে অ্যাম্বোস করে ভেড়ামোহনা নদীতে পাকবাহিনীর রসদ ও গোলা বারুদবাহী কার্গো কনভয় সম্পূর্ণ ডুবিয়ে দেয়ার সফল অপারেশনের পর মুক্তিযোদ্ধারা অস্থায়ী আবাসস্থল বানিয়াচঙ্গের আড়িয়ামুগুর গ্রামে ফিরে আসে। এখানে এসেই জগৎ জ্যোতির নির্দেশে দাস পার্টির যোদ্ধারা কেউ মাঝি, কেউ জেলে, ফেরী দোকানদারের ছদ্মবেশে আজমিরীগঞ্জ, বানিয়াচং, শাল্লা, দিরাই এলাকায় শত্র“ বাহিনীর গতিবিধি পর্যবেক্ষনের জন্য বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। তখন কমান্ডার রমেশ চন্দ্র পান্ডে দোলনের দলটি দাস পার্টির সাথে আড়িয়ামুগুর গ্রামে অবস্থান করছিল। এ সময় বানিয়াচং থানা থেকে রেকী শেষে মোহাম্মদ আলী মমিন, রাশিদুল হাসান চৌধুরী কাজল, হায়দারুজ্জামান খান ধন মিয়া এসে জানায়, মার্কুলীতে রাজাকারগণ মুক্তিবাহিনীর কাছে পরাজিত হওয়ার পর পাকবাহিনী তাদের মনোবল বৃদ্ধির উদ্দেশ্যে পূনরায় ইকরাম, সন্দলপুর, বানিয়াচং সদর, মার্কুলীতে রাজাকারদের একত্রিত করছে। যার সংখ্যা ৭-৮ শত। এ তথ্যের ভিত্তিতে রমেশ চন্দ্র পান্ডে দোলন জগৎজ্যোতি দাসের সাথে পরামর্শক্রমে ২১ অক্টোবর ১লা রমজান বৃহস্পতিবার বানিয়াচং থানা অপারেশনের সিদ্ধান্ত গ্রহণ করে। বানিয়াচং আক্রমনের ছক অনুযায়ী ভোর রাতে সেহরি খাওয়ার পর কালিদাসটেকা গ্রামের দিক থেকে রমেশ চন্দ্র পান্ডে দোলনের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বানিয়াচং থানা কমপ্লেক্স ও বানিয়াচং এর উত্তর দিক থেকে জগৎ জ্যোতি দাসের কমান্ডে ইউএনও (সাবেক সিও) অফিসের দিকে ভোরে আক্রমণ করা হয়। অন্যদিকে হবিগঞ্জ থেকে যাতে পাক বাহিনীর শক্তিবৃদ্ধি (রিইনফোর্সমেন্ট) করতে না পারে, সেজন্য হবিগঞ্জ বানিয়াচং সড়কের শুটকি নদীর অলিয়ারভাঙ্গা নামক স্থানে মোহাম্মদ আলী মমিন ও রাশিদুল হাসান চৌধুরী কাজল সহ ৬ জন মুক্তিযোদ্ধাকে কাটাপ পার্টির দায়িত্ব পালনে প্রেরণ করা হয়। ৭১ সনের ২১ অক্টোবর, ১লা রমজান বৃহস্পতিবার ত্রিমুখী আক্রমনের সাংকেতিক নির্দেশানুযায়ী সাড়াশি আক্রমণ ও গুলি ছুড়তে ছুড়তে সিও অফিস ও থানা দখল করে নেয় এবং সূর্যোদয়ের লগ্নেই থেমে যায় মর্টার, এলএমজি ও গ্রেনেডের শব্দ। পর মুহুর্তেই বানিয়াচং এর মুক্তিকামী মানুষ ঘর ছেড়ে বাজার ও থানার দিকে জয় বাংলা শ্লোগান দিয়ে আসতে থাকে। খবর ছড়িয়ে পড়ে বানিয়াচং সদরেরও কয়েকজন মুক্তিযোদ্ধাও ওই দলে রয়েছে। দীর্ঘদিন পর নিজেদের গ্রামে বিজয়ী বেশে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন কোম্পানী কমান্ডার রমেশ চন্দ্র পান্ডে, মোহাম্মদ আলী মমিন, হায়দারুজ্জামান খান, রাশিদুল হাসান চৌধুরী কাজল। বানিয়াচঙ্গের মানুষ সর্বপ্রথম ধারনা পেল মুক্তিযোদ্ধাদের কাছেও ভারী অস্ত্র রয়েছে। ফলে মুক্তিকামী হাজার হাজার মানুষ জয় বাংলা-জয় বাংলা শ্লেœাগান দিয়ে স্বাগত জানায় মুক্তিযোদ্ধাদেরকে। এ সময় দলনেতা রমেশ চন্দ্র পান্ডে দোলন দীর্ঘদিন পর দেশের মানুষ পেয়ে বিজয়ী সেনা নায়কোচিত কন্ঠে মুক্তিকামী মানুষকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নির্ভয়ে স্বাধীনতার স্বপক্ষে কাজ করার আহ্বান জানান।
মুক্তিযোদ্ধাদের একনজর দেখার জন্য মুক্তিকামী মানুষের ঢল দেখে বানিয়াচং সম্পর্কে মুক্তিযোদ্ধাদের বিরূপ ধারনার পরিবর্তন ঘটে। তখন আওয়ামীলীগের সভাপতি আব্দুস ছালাম খানের ছোট ভাই আব্দুল কাহার খান মুক্তিযোদ্ধাদের বারবার অনুরোধ করছিলেন এত বড় বড় অস্ত্র থাকতে আমাদের ভয় নেই। বানিয়াচংকে আমরা পাকিস্তানী হানাদার মুক্ত রাখবই, আপনারা যাবে না। ওদিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে অলিয়ারভাঙ্গায় অবস্থান নেয়া কাটাপ পার্টির মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন ও রাশিদুল হাসান চৌধুরী কাজল এবং ময়মনসিংহের ৪/৫ জন যোদ্ধা সেখানে থাকা সকল প্রকারের গয়নার (নৌকা) চলাচল বন্ধ করে দেয়। অন্যদিকে মুলদল বানিয়াচং থানা কম্পাউন্ডে অবস্থান করছে, তা নিশ্চিত হয়ে সকাল ৯টার দিকে কাটাপ পার্টি আদারবাড়ীর নৌকা ঘাট হয়ে অভ্যন্তরীন একমাত্র গড়ের খাল দিয়ে থানায় পৌছে। বানিয়াচঙ্গে নিজেদের পরিচয় গোপন রাখার জন্য মোহাম্মদ আলী মমিন ও রাশিদুল হাসান চৌধুরী কাজল মুখোশ পরিহিত ছিলেন। বানিয়াচং থানার সংলগ্ন ডাকবাংলো ঘাটে কাটাপ পার্টির সহযোদ্ধারা নিরাপদে এসেছেন দেখে মুল দলের কয়েকজন যোদ্ধা স্ব-গর্বে এগিয়ে কোলাকোলি করে নিয়ে আসে। এ সময় শত শত উৎসুক মুক্তিকামী মানুষ তাদের দেখে এগিয়ে যায়। তখন আওয়ামীলীগ নেতা বানিয়াচং গানিংগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুল গফুর কাটাপ পার্টির যোদ্ধাদের দিকে এগিয়ে গিয়ে বলতে থাকেন মমিন মিয়া, কাজল মিয়া তোমাদেরকে চিনেছি, তোমরা মুখোশ খোল। আনন্দে আবেগে আপ্লুত হয়ে বলতে থাকেন তোমরা বানিয়াচং মুক্ত করেছো, তোমরা চলে গেলেও আমরা এলাকা মুক্ত রাখব। তখন দক্ষিন বানিয়াচং সংগ্রাম কমিটির সভাপতি হাজী আব্দুস ছাত্তারের বড় ছেলে আব্দুল মালেক তাঁর ছোট ভাই মোহাম্মদ আলী মমিনকে দীর্ঘদিন পর পেয়ে অশ্র“সিক্ত নয়নে একে অপরকে জড়িয়ে ধরে খবর জানান পিতা বালাট মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রয়েছেন। তখন বেলা সাড়ে ১১টা থেকে ১২টা। কমান্ডার রমেশ চন্দ্র পান্ডে দোলন ও কমান্ডার জগৎ জ্যোতি দাস ইতিপূর্বে প্রাপ্ত তথ্যানুযায়ী পাক বাহিনী আজই বানিয়াচং আসছে, মুক্তিযোদ্ধাদের সাথে সরাসরি যুদ্ধ হতে পারে, তাতে বানিয়াচং এ ব্যাপক প্রাণহানি ঘটতে পারে, এসব ছিন্তা করে তারা তাৎক্ষনিক বানিয়াচং ত্যাগের সিদ্ধান্ত নেন। এরপরই শুরু হয় থানার কাগজপত্র ও স্থাপনা ধ্বংস করার পালা। ওই অপারেশনে মুক্তিযোদ্ধাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্রতিপক্ষে পাক বাহিনীর একজন প্রশিক্ষক সার্জেন সহ ৫/৬ জন রাজাকার মারা যায় এবং ক্রস ফায়ারে পিতাপুত্র দু’নিরীহ লোক মারা যায়। থানা থেকে ৮ জন পুলিশ ও ১২ জন রাজাকারকে আটক করে সাব-সেক্টর হেড কোয়ার্টারে প্রেরণ করা হয়। এ সময় বানিয়াচং থেকে ২৬৫টি রাইফেল, ১৪ হাজার রাউন্ড গুলি, দুটি স্পীডবোট ইঞ্জিন, টাইপ রাইটার, রাজাকারের বেতন বাবত আনা ৪৫ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। সমুদয় টাকা সেক্টর হেড কোয়ার্টারে জমা দেয়া হয়। আর রাজাকারদের মধ্য থেকে ৩ জনকে দাস পার্টির সঙ্গে রেখে দেয়া হয়। আটক অন্যদেরকে সাব-সেক্টর হেডকোয়ার্টার টাকের ঘাটে পাটিয়ে দেয়া হয়। পুলিশদের মধ্যে সাব-সেক্টর কোয়ার্টার থেকে পালিয়ে যাওয়ার সময় দু’জন মারা যায়। বিদায়কালে বানিয়াচঙ্গের শত শত যুবক মুক্তিযুদ্ধে যাবার জন্য চলে আসে। নৌকায় সঙ্কুলান না থাকায় মাত্র ৯ জন যুবক মুক্তিযোদ্ধাদের নৌকায় উঠে যেতে পেরেছিল। যুবকরা হচ্ছে যাত্রাপাশার জালাল উদ্দিন ময়না, আব্দুল কাদির তোফানী, জিতু মিয়া, গোপীনাথ দেব মিলন ও কবির মিয়া, মাদারীটুলার আব্দুল মোছাবির, উত্তরগড়ের জগদীশ দেব, তিলকরাম নায়েবের পাড়ার বিশ্বজিত পাল এবং শিবপাশার এংরাজ মিয়া। মুক্তিযোদ্ধাদের নৌকা বহরটি পরন্ত বিকেলে বানিয়াচং উত্তর পূর্ব দিকে ৭/৮ কিঃমিঃ দুরে গিয়ে বগী চমকপুর হাজী ইয়াছিন মিয়ার বাড়ীর ঘাটলায় নোঙ্গর করে। সেখানে বাড়িওয়ালা মুক্তিযোদ্ধাদের ডাল-ভাত আপ্যায়ন করেন। এ সময় বানিয়াচং থেকে আসা কবির মিয়া ও বিশ্বজিত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়লে তাদেরকে ওই বাড়িতে রেখে যাওয়া হয়।
অন্যদিকে ওইদিনই বিকেলে পাক বাহিনীর ক্যাপ্টেন সৈয়দ আবরার হোসেন (জন্মগত বিহারী) এর নেতৃত্বে ১৪/১৫ জন পাকসেনা নবীগঞ্জ থেকে কাগাপাশা হয়ে বানিয়াচং থানা সদরে পৌছে। পাকসেনারা ৭/৮টি নৌকা যোগে বানিয়াচং আসে। পাকসেনারা নৌকা বহরে বহু সংখ্যাক সৈন্য রয়েছে তা বুঝানোর জন্য প্রতিটি নৌকাতে ১/২ জন করে এসেছিল। এদিকে সকালে মুক্তিযোদ্ধাদের আক্রমণ, অপরদিকে বিকেলে পাকসেনাদের উপস্থিতির খবর পেয়ে বানিয়াচঙ্গের সাধারণ মানুষ আতঙ্কিত ও উদ্বিগ্ন হয়ে পড়ে। পাকসেনারাও মুক্তিযোদ্ধাদের আক্রমণ ও ফলাফল প্রত্যক্ষ করে বিষন্ন, উৎকন্ঠিত এবং শঙ্কিত হয়ে পড়ে। সন্ধ্যার পূর্বে একজন লেফটেন্যান্টের নেতৃত্বে ৪টি নৌকা দিয়ে ৮ জন পাকসেনা বানিয়াচঙ্গের উত্তর পশ্চিম দিকে টহল দিতে চলে যেতে দেখা গেছে। ওদেরকে ক্যাপ্টেন বলে দেন বানিয়াচঙ্গের উত্তর দিকে টহল দিয়ে আজমিরীগঞ্জ থানায় চলে যেতে। পাকসেনারা প্রতিটি নৌকাতে ৪/৫ জোড়া জুতা দর্শনীয় স্থানে রেখে দিয়ে নৌকাতে এমনভাবে বসে যাতে প্রতিটি নৌকাতেই ৭/৮ জন পাকসেনা রয়েছে তা দৃশ্যমান হয়। অন্যদিকে ২০/২৫ জন পাকসৈন্যসহ ক্যাপ্টেন সৈয়দ আবরার হোসেন বানিয়াচং থেকে যায়। ওইদিকে মুক্তিযোদ্ধারা মুক্ত এলাকার উদ্দেশ্যে সন্ধ্যালগ্নে বানিয়াচং এলাকা ত্যাগ করে। পরদিন মুক্তিযোদ্ধাদের সাথে যাওয়া ডায়রিয়া আক্রান্ত কবির মিয়া ও বিশ্বজিৎ সকালে বানিয়াচং ফিরে আসলে পাক সমর্থকদের হাতে ধরা পড়ে। এরা ভয়ে পাকসেনাদের কাছে বানিয়াচঙ্গের মুক্তিযোদ্ধাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ফলে ওইদিনই তাদের নিয়ে দক্ষিণ বানিয়াচং সংগ্রাম কমিটির সভাপতি হাজী আব্দুছ ছত্তার ও তাঁর ছেলে দাস পার্টির দুর্ধর্ষ যোদ্ধা মোহাম্মদ আলী মমিনের যাত্রাপাশার বাড়ি পাকসেনারা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এবং একই এলাকার জালাল উদ্দিন ময়না, আব্দুল কাদির তোফানী, গোপীনাথ দেব মিলন এর বাড়ি ও সদ্যাটুলার যোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার বাড়ি এবং কোম্পানী কমান্ডার রমেশ চন্দ্র পান্ডে দোলনের কাষ্টগরের বাড়িও আগুনে পুড়িয়ে দেয়। ওইদিকে কমান্ডার দোলন পান্ডে তাঁর দল নিয়ে হেড কোয়ার্টার নির্দেশানুযায়ী গন্তব্যস্থলে চলে যায়। কমান্ডার জগৎ জ্যোতি দাস তার পার্টি নিয়ে দিরাই’র কুড়ী বলনপুরে পৌছে বানিয়াচং সফল অপারেশনের বিস্তারিত তথ্য টরেটাক্কা যোগে সাব-সেক্টরে পৌছান। একই দিন বানিয়াচং অপারেশনকালে পিতাপুত্রসহ একই পরিবারের ৩ নিরীহ লোককে গুলি করে হত্যা ও অন্যান্য অপরাধে অভিযুক্ত নেত্রকোনার এক মুক্তিযোদ্ধাকে কোর্ট মার্শাল বিচারে সোপর্দের লক্ষ্যে তাকে ও বানিয়াচং থেকে আসা ৭ যুবককে চান্দপুর ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষণের জন্য সাব-সেক্টর হেড কোয়ার্টারে পাঠিয়ে দেয়া হয়। কুড়ী বলনপুর দু’দিন অবস্থান করে দাস পার্টি সাব-সেক্টর লাইনস্টোন ফ্যাক্টরী তাহেরপুর বাংলাদেশ সীমান্তে টেকেরঘাট এর উদ্দেশ্যে কুড়ী গ্রাম ত্যাগ করে। নৌপথে যাবার সময় অকস্মাৎ একটি বৃহদাকার জাইট মাছ নদী তীরে উঠছে দেখে মুক্তিযোদ্ধারা মাছটি ধরে নিয়ে এসে রান্না করে। পথিমধ্যে এ মাছ খেয়ে বীর বাহাদুর ও লাল মোহন নামে দু’মুক্তিযোদ্ধা ফুড পয়জনিংয়ে অসুস্থ হয়ে পড়ে। তারা পথিমধ্যেই মারা যায়। বীর বাহাদুর নেপালী নাগরিক ছিলেন। সে ২য় মহাযুদ্ধের বীর সৈনিক। তাঁর হাতে ও উরুতে নামাঙ্কিত ও যুদ্ধে অংশগ্রহণের এ্যাম্বুশ সিল ছাপ্পড় ছিল। সে আজমিরীগঞ্জের বদলপুরের জমিদার পিয়ারী মোহন দাস চৌধুরীর “হবিগঞ্জ অঞ্জলি (বর্তমানে মোহন) সিনেমা হলের মালিক” এর বাড়ির প্রধান প্রহরীর দায়িত্ব্ েথাকাবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন। উভয় মুক্তিযোদ্ধার লাশ টেকেরঘাটস্থ ভারত-বাংলাদেশ সীমান্তের নো-মেন্সল্যান্ড লাগোয়া স্থানে যেখানে ৮ আগষ্ট জামালগঞ্জ (সাচনা) যুদ্ধে শহীদ কিশোরগঞ্জ জেলার ইটনা থানার সিংলী গ্রামের সিরাজুল ইসলাম (মরনোত্তর বীর বিক্রম) এর সমাধি সংলগ্ন তাদেরকে দাফন করা হয়।