স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দিনভর বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল শুক্রবার ভোররাত থেকেই কখনও ভারি কখনও গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ বাসা-বাড়ি থেকে বের হননি। সরকারী ছুটি থাকায় জনজীবের তেমন প্রভাব না পড়লেও খেটে খাওয়া দিনমজুর ও শ্রমিকদের মধ্যে দারুণ প্রভাব পড়েছে। শহরে রাস্তাঘাটে অন্যান্য দিনের তুলনায় লোকজন দেখা যায়নি। শহর ও গ্রামাঞ্চলে খেটে খাওয়া মানুষ কাজে যেতে না পারায় কষ্টে দিনাতিপাত করতে হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানেও তেমন কেনাকাটা হয়নি।
আজ শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।