গতকাল বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিককে জড়িয়ে যে মিথ্যা ও তথ্য বিকৃত সংবাদ প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃৃতিতে তারা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, পল্লী বিদ্যুৎ নবীগঞ্জ জোনাল অফিসের ওয়ারিং ইন্সপেক্টর ও এক লাইনম্যান কোন প্রকার পূর্ব নোটিশ ব্যাতিরেকেই ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিকের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করতে যায়। এ নিয়ে তার বাড়ির লোকজনের সাথে পল্লী বিদ্যূৎ কর্মীদের কথা কাটাকাটির ঘটনা ঘটলে চেয়ারম্যান আবু সিদ্দিক ঘটনাস্থলে পৌছে পল্লী বিদ্যুতের ডিজিএমের সাথে আলাপ আলোচনা করে বিষয়টির মীমাংসা করে দেন। বিষয়টির শান্তিপূর্ণ মীমাংসা মেনে নেয়নি একটি কুচক্রী মহল। তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিষয়টিকে অতিরঞ্জিত করে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে কয়েকটি পত্রিকায় মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছে। আমরা মহল বিশেষের এধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি। বিবৃতিদানকারীরা হলেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, খয়রুল বশর চৌধুরী, লোকমান আহমদ খান, গোলাম রসুল চৌধুরী রাহেল, উপজেলা ছাত্রলীগ নেতা খোর্শেদ আলম মফিজ, মহিনুর রহমান, সালমান আহমেদ চৌধুরী মিল্টন, শাহ ফয়সল তালুকদার, বুরহান মাসুম প্রমূখ। -বিজ্ঞপ্তি