স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের বহিষ্কৃত সেক্রেটারী মিজানুর রহমানকে ঋণ জালিয়াতির অভিযোগে আটক করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান তার কক্ষে মিজানুর রহমানকে পুলিশের মাধ্যমে আটক করেন। পরে মিজানুর রহমান সরকারি কোষাগারে ঋণের ৫২ হাজার ৬৫০ টাকা জমা দিলে শর্ত সাপেক্ষে তাকে ছেড়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান জানান, ২০১২ সালে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের আওতায় মীরনগর গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজার মীরনগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান নিজের নামে ১টি ও তার স্ত্রীর নামে জালিয়াতি করে ২টি ঋণ উত্তোলন করেন। উক্ত ঋণের টাকা আদায়ে বির্ভিন্ন সময় একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকতা-কর্মচারীগণ তাঁর সাথে যোগযোগ করলে তাদের সাথে মিজান খারাপ আচরণ করে।