প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ কালেক্টরেট ক্লাবের ২০১৭-১৯ সনের কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষে গতকাল বুধবার বিকাল ৫ টায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শ্রীকান্ত চন্দ্রদেবের সভাপতিত্বে জেলা প্রশাসনের সভা কক্ষে ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০১৭-১৯ সনের ক্লাবের কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষে বক্তব্য রাখেন মোঃ নজির হুসেন, বীরেশ্বর সিংহ, মোঃ সাহেদ আলী, নুরুল হোসেন, মোঃ শামসুল হক, নজরুল ইসলাম, মোঃ আশরাফুজ্জামান, সফি উদ্দিন, মোতাহের তরফদার, নিপেন্দ্র চন্দ্র দাশ, হাবিবুর রহমান, ফয়েজ উদ্দিন বাবুল, প্রজেষ চন্দ্র সরকার, মোঃ ইসহাক আলী, মোঃ আবুল কাসেম ও আলহাজ্ব মোঃ আবদাল করিম। সভায় বিস্তারিত আলোচনা করে কার্য নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটিতে সর্ব সম্মতিক্রমে দায়িত্ব দেয়া হয়। নির্বাচন পরিচালনা কমিটি তাদের মধ্যে আলোচনা করে ২১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির নাম ঘোষণা করলে সভায় তার সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়। কার্য নির্বাহী কমিটির সদস্যগণ হল: সভাপতি আলহাজ্ব মোঃ আবদাল করিম, সহ সভাপতি বীরেশ্বর সিংহ, আব্দুস শহীদ, মোঃ সাহেদ আলী, সম্পাদক মোঃ আব্দুল খালেক, যুগ্ম সম্পাদক মোঃ নুরুল হোসেন, মোঃ আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মোঃ ছুরত আলী তরফদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইসহাক মিয়া, অর্থ সম্পাদক মোঃ মোতাহের তরফদার, ক্রীড়া সম্পাদক সফি উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আজগর আলী, প্রচার সম্পাদক মোঃ কদ্দুস আলী, ধর্ম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক আলহাজ্ব আব্দুল কদ্দুস, সহ ধর্ম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক, মহিলা সম্পাদিকা বনশ্রী চৌধুরী, সহ মহিলা সম্পাদিকা মাহমুদা খাতুন, সদস্য মোঃ দরবেশ আলী, মোঃ নজির হোসেন, মোঃ আব্দুল কাইয়ুম। নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ আবদাল করিম সভাপতি তাকে সভাপতি পদে নির্বাচিত করায় কালক্টরেট ক্লাবের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন এবং ক্লাব পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। সভা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শ্রীকান্ত চন্দ্র দেব নির্বাচন পরিচালনায় তাকে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ জানায় এবং নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।